তরুণদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট ২০২৫’ কর্মসূচি। শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), তাদের সহযোগী প্রতিষ্ঠান ওয়াইপিএসএ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এর লক্ষ্য তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশগত স্থায়িত্ব ও দায়িত্বশীল প্লাস্টিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করা।
ইউনিলিভার জানায়, প্রায় ২০০ তরুণ-তরুণী এই ইভেন্টে অংশগ্রহণ করেন, যারা পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। আয়োজকদের মতে, চট্টগ্রামসহ দেশের শহরাঞ্চলে দ্রুত বাড়তে থাকা প্লাস্টিক বর্জ্য ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলছে। ২০২২ সাল থেকে ইউবিএল, সিসিসি ও ওয়াইপিএসএ যৌথভাবে একটি বহুপক্ষীয় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা মডেল বাস্তবায়ন করছে, যার মাধ্যমে এখন পর্যন্ত ৩০ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইকেল করা হয়েছে। এতে শহর পরিচ্ছন্ন হয়েছে, বর্জ্য সংগ্রহকারী শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ হয়েছে এবং অনেক মানুষের জীবিকা উন্নত হয়েছে।
এ বছরের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নির্বাচিত হয়েছেন মোট ৪১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও আবেদনকারীর মধ্যে থেকে। এতে সিসিসির ৪১টি ওয়ার্ড থেকে ৮২ জন স্বেচ্ছাসেবক, ২০ জন তরুণ সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়–কলেজের পরিবেশ ক্লাবের ৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন থিম্যাটিক সেশনে তরুণ নেতৃত্ব, ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই অনুশীলনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিসির উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউবিএল-এর কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামীমা আখতার এবং ওয়াইপিএসএর প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
সিসিসি উপ-সচিব বলেন—চট্টগ্রামে টেকসই উন্নয়নের পথ তৈরি করতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ, আর তরুণদের অংশগ্রহণই এই ব্যাপারে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ইউবিএল প্রতিনিধিরা জানান—তরুণদের সৃজনশীলতা ও উদ্যমই পরিবেশগত সমস্যার সমাধানে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, এবং প্রতিষ্ঠানটি এই নেতৃত্বকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউনিলিভার জানায়, ‘ইয়ুথ চ্যাম্পিয়নস ২০২৫’ কর্মসূচি তাদের স্থায়িত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং তরুণ নেতৃত্ব বিকাশের প্রতিশ্রুতির প্রতিফলন। প্লাস্টিকের বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে ২০২২ সাল থেকে প্রতিষ্ঠানটি একটি কার্যকর অর্থনৈতিক মডেল বাস্তবায়ন করছে। তরুণদের হাতে পরিবেশ রক্ষার নেতৃত্ব তুলে দিয়ে আরও পরিচ্ছন্ন ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
























