শেয়ারবাজারে তালিকাভুক্ত সার্মিট এলায়েন্স পোর্ট-এর পরিচালক সৈয়দ আলী জওহর রিজভী ঘোষণা করেছেন, তিনি তাঁর কন্যা ফাতেমা হোসেন রিজভী-কে ২৮ লাখ ১৩ হাজার ৬১৬টি শেয়ার উপহার দেবেন। ফাতেমা কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই শেয়ার হস্তান্তর ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে, অর্থাৎ শেয়ারগুলো বাজারে বিক্রি না করে সরাসরি উপহার হিসেবে হস্তান্তর করা হবে। কোম্পানি জানিয়েছে, প্রক্রিয়াটি পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে শেষ হবে।
এই পদক্ষেপ কোম্পানির অভ্যন্তরীণ মালিকানা কাঠামোতে পরিবর্তন আনার সূচক। সাধারণত পরিচালকদের পক্ষ থেকে পরিবারের সদস্যদের কাছে শেয়ার হস্তান্তরকে পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখা হয়। শেয়ার হস্তান্তর বাজারে সরাসরি প্রভাব ফেলেনা, তবে কোম্পানির মালিকানা সংক্রান্ত তথ্য দ্রুত আপডেট করা হয়।
























