ঢাকা   বুধবার ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রাহায়ণ ১৪৩২

দুই বছরে রেকর্ড লেনদেন: শীর্ষে খান ব্রাদার্স ও শাহজীবাজার পাওয়ার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৫, ২৫ নভেম্বর ২০২৫

দুই বছরে রেকর্ড লেনদেন: শীর্ষে খান ব্রাদার্স ও শাহজীবাজার পাওয়ার

গত সপ্তাহ থেকে শেয়ারবাজারে উত্থান অব্যাহত রয়েছে। আগের সপ্তাহের শেষে সামান্য দর সংশোধনের পর চলতি সপ্তাহের শুরুতে আবারও সূচক জোরদারভাবে ঘুরে দাঁড়ায়। রোববার ডিএসইর প্রধান সূচক প্রায় ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে, মঙ্গলবার ১০৯ পয়েন্ট বাড়ার মাধ্যমে বাজারকে শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনে। তবে মঙ্গলবার কিছু মুনাফা তোলার চাপের কারণে সূচক সামান্য নামলেও, সার্বিকভাবে বাজার ইতিবাচক এবং লেনদেনও ঊর্ধ্বমুখী ছিল।

এই পরিস্থিতিতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ টার্নওভার করেছে দুটি কোম্পানি—খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং শাহজীবাজার পাওয়ার। প্রতিষ্ঠান দুটি আজ ডিএসইর মোট লেনদেনের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।

খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এদিন সর্বোচ্চ অবস্থানে ছিল। কোম্পানিটির শেয়ার লেনদেন ২৮ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকা, শেয়ারদর বেড়ে ৭০.৭০ টাকা (৪.৩২% বৃদ্ধি)। দিনের মধ্যে শেয়ারটি ৬৭.৯০ টাকা থেকে সর্বোচ্চ ৭৩.১০ টাকা পর্যন্ত ওঠানামা করেছে।

অন্যদিকে, শাহজীবাজার পাওয়ার আজ লেনদেন করেছে ২০ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা, যা এটিকে ডিএসইতে দ্বিতীয় স্থানে অবস্থান নিশ্চিত করেছে। দিন শেষে শেয়ারদর বেড়ে ৫৪.৫০ টাকা (২.৮৩% বৃদ্ধি) হয়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম ৫২.৫০ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত ওঠানামা করেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সক্রিয় লেনদেন বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে এবং শেয়ারবাজারকে গতিশীল রাখছে।