ঢাকা   বুধবার ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

জিএসপি ফিন্যান্সের এজিএম হবে হাইব্রিড—কাকরাইল ইনস্টিটিউটে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ২৬ নভেম্বর ২০২৫

জিএসপি ফিন্যান্সের এজিএম হবে হাইব্রিড—কাকরাইল ইনস্টিটিউটে

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের নতুন তথ্য প্রকাশ করেছে। কোম্পানির সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী এজিএম রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এবং এটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা চাইলে সরাসরি ভেন্যুতে উপস্থিত থাকতে পারবেন অথবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে ০৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ডিএসই মাধ্যমে কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত খবর জানিয়েছিল। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য জিএসপি ফিন্যান্স কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি