ক্রেডিট কার্ড ব্যবসায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এবি ব্যাংক লিমিটেড অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫’। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডোমেস্টিক) ২০২৪–২০২৫ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, যা তাদের গ্রাহকসেবা, প্রযুক্তিগত দক্ষতা এবং বাজারে শক্ত অবস্থানের প্রতি আস্থার প্রতিফলন।
সম্প্রতি আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী এবি ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানজনক বলে বিবেচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, মাস্টারকার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক জাকিয়া সুলতানা, এবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান তৌফিক হাসান এবং হেড অব কার্ড (ভারপ্রাপ্ত) ইশায়েত ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাস্টারকার্ডের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি অর্জন এবি ব্যাংকের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি শুধু তাদের ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণেই দক্ষতা প্রমাণ করে না, বরং গ্রাহকদের সুবিধাজনক, আধুনিক এবং নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের প্রতি ব্যাংকটির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিও তুলে ধরে। এই পুরস্কার এবি ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও বাজারে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























