ঢাকা   বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

গুজব নয়, সমন্বয় দরকার—শেয়ারবাজারে কঠোর বার্তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

গুজব নয়, সমন্বয় দরকার—শেয়ারবাজারে কঠোর বার্তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

শেয়ারবাজারে গুজব, অনিশ্চয়তা ও অনৈতিক প্রভাব ঠেকাতে কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, শেয়ারবাজারে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক চর্চা, সততা এবং সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ব্যাংকের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (বিএসইসি) স্বায়ত্তশাসনের আওতায় আনা প্রয়োজন।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত শেয়ারবাজারের অংশীজনদের চতুর্থ মাসিক সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনারবৃন্দ, ডিএসই, সিএসই, আইসিবি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. আনিসুজ্জামান বলেন, “শেয়ারবাজারে হতাশ হওয়ার কিছু নেই, বরং আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সমন্বয়ের মাধ্যমে বাস্তব অবস্থা বুঝে এগোতে হবে এবং গুজব ছড়ানো সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।” তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে একে দ্রুত কার্যকর করতে হবে।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, “মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫-এর কাজ প্রায় শেষ পর্যায়ে। এগুলো কার্যকর হলে শেয়ারবাজারে আইনি সংস্কারে বড় অগ্রগতি হবে।”

তিনি আরও আশ্বস্ত করেন, নতুন বিধিমালা গেজেটে প্রকাশের পরও প্রয়োজনে সমন্বয়ের জন্য ছয় মাস থেকে এক বছরের সময় রাখা হবে, তাই উদ্বেগের কোনো কারণ নেই।

সভায় শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার, সার্ভেইল্যান্স আধুনিকায়ন, সেটেলমেন্ট সময় হ্রাস, ফিউচারস মার্কেট চালু, রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তকরণসহ বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন, নেগেটিভ ইক্যুইটির সমাধান, মার্চেন্ট ব্যাংকের কার্যপরিধি বৃদ্ধি এবং অনিয়ম-কারসাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েও সিদ্ধান্ত হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, “শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ।”