
শেয়ারবাজারে চলমান অস্থিরতার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩টি কোম্পানিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, খাতের মোট ২৩টি কোম্পানির মধ্যে ৮টিতে বিনিয়োগ বেড়েছে, ১৩টিতে কমেছে, এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে।
শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে ২৫.৫৮% থেকে সেপ্টেম্বরে কমে ১৭.৮৬% এ নেমেছে। এর পরেই রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৪.১৪%, আগস্টের ২০.৬০% থেকে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ১৬.৪৬%। এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বারাকা পাওয়ার, ডোরিন পাওয়ার, এসোসিয়েটেড অক্সিজেন, জিবিবি পাওয়ার, এবং লিনডে বাংলাদেশ থেকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ডিভিডেন্ড ও ভালো আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার এই ধারা বাজারে তারল্য সংকট ও উচ্চ ঝুঁকির কারণে তাদের অবস্থান হালকা করার সংকেত দিচ্ছে। অন্যদিকে, সামিট পাওয়ার, ডেসকো, তিতাস গ্যাস ও ইউনাইটেড পাওয়ার এর মতো বৃহৎ কোম্পানিতে বিনিয়োগ সামান্য কমলেও সরকারি শেয়ারের কারণে বাজারের ওপর প্রভাব সীমিত।