
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে সেপ্টেম্বর মাসে ৮টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যখন ১৩টিতে কমেছে এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বৃদ্ধির মধ্যে সবচেয়ে চোখে পড়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, যেখানে প্রাতিষ্ঠানিক ধারণ আগস্টের ১৮.৫৭% থেকে বেড়ে ২১.২৪% এ দাঁড়িয়েছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০টি এবং পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। এছাড়া উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার যথাক্রমে ৪৫.৩১% ও ৩৩.৩০%। কোম্পানিটি সর্বশেষ ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
অন্যদিকে, এমজেএল বাংলাদেশ-এ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সামান্য বেড়ে ২০.৯৯% এ পৌঁছেছে। তাদের শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি এবং পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। উদ্যোক্তা পরিচালক, বিদেশি বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীর শেয়ার যথাক্রমে ৭১.৫২%, ০.৯৯% ও ৬.৫০%। কোম্পানিটি গত অর্থবছরে ৫২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এছাড়া, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার, যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি এবং লুব-রেফ (বাংলাদেশ)-এও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এই বৃদ্ধির পরিমাণ সামান্য হলেও প্রমাণ করে, বাজারের ওঠানামার মধ্যে নির্দিষ্ট শেয়ারের প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে, যা খাতের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের বিশ্বাসের প্রকাশ।