ঢাকা   বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ডিভিডেন্ড বাড়লেও পতন, না দিলেও উত্থান!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ২২ অক্টোবর ২০২৫

ডিভিডেন্ড বাড়লেও পতন, না দিলেও উত্থান!

শেয়ারবাজারে আবারও দেখা গেল এক ‘ক্লাসিক কারসাজি’। যেখানে ডিভিডেন্ড বাড়ানো কোম্পানির শেয়ারদর কমেছে, আর নো ডিভিডেন্ড কোম্পানির শেয়ারদর বেড়েছে! বিনিয়োগকারী মহলে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, যা বাজারে কারসাজি চক্রের সক্রিয় উপস্থিতির নতুন প্রমাণ দিচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ থেকে এক লাফে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস বেড়ে ১ পয়সা থেকে ২৭ পয়সায় উন্নীত হয়েছে। তবুও ইতিবাচক বাজারে আজ শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা

অন্যদিকে, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক (আইএসএন) এবছর নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও, এবার প্রতি শেয়ারে ৪৩ পয়সা লোকসান করেছে কোম্পানিটি। অথচ, এই নেতিবাচক ঘোষণার পর আজ শেয়ারটির দাম উল্টো বেড়েছে ২ টাকা ৯০ পয়সা

বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের উল্টো প্রবণতা বাজারে চলমান কারসাজির ক্লাসিক উদাহরণ। তারা বলছেন, এসব দুর্বল মৌলের কোম্পানিগুলোর দাম প্রকৃত আর্থিক ফলাফলের ওপর নয়, বরং কারসাজি চক্রের ইশারায় ওঠানামা করে। খান ব্রাদার্সের ক্ষেত্রে ‘সেল অন নিউজ’ কৌশল ব্যবহৃত হয়েছে, আর আইএসএন-এর ক্ষেত্রে লোকসান সংবাদকে ঘিরে কৃত্রিম চাহিদা সৃষ্টি করা হয়েছে।

বিশ্লেষকরা আরও মনে করেন, এই ধরনের ঘটনার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নতুন ও অজ্ঞ বিনিয়োগকারীরা, যারা কেবল ঘোষণার খবর বা দাম বাড়তে দেখে বিনিয়োগ করেন।

উল্লেখ্য, খান ব্রাদার্সের ইপিএস যেখানে মাত্র ২৭ পয়সা, সেখানে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে প্রায় চারগুণ ১ টাকা, যা নিয়েও প্রশ্ন উঠেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির ভেতরে কারসাজিকারীদের সঙ্গে অশুভ আঁতাতের ইঙ্গিত স্পষ্ট