ঢাকা   বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ওয়ালটনের স্মার্ট চিলার সিঙ্গাপুরের শীর্ষ হাসপাতালগুলোতে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২২ অক্টোবর ২০২৫

ওয়ালটনের স্মার্ট চিলার সিঙ্গাপুরের শীর্ষ হাসপাতালগুলোতে

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবার সিঙ্গাপুরের দুটি বিশ্বখ্যাত হাসপাতালে প্রবেশ করেছে। দেশের প্রযুক্তিনির্ভর এ প্রতিষ্ঠান মাউন্ট এলিজাবেথ হাসপাতালসিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং সিস্টেমে ব্যবহার করছে এয়ার কুলড স্মার্ট ইনভার্টার চিলার, যা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদনের ক্ষমতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানিয়েছেন, এক সময় বাংলাদেশ সিঙ্গাপুর থেকে এসি কাঁচামাল আমদানি করত, আর এখন সেই দেশেই রপ্তানি করা হচ্ছে ওয়ালটনের আধুনিক চিলার ও ভিআরএফ সিস্টেম। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যার মূল কারণ টেকসই মান, এআই ও আইওটি-নির্ভর উদ্ভাবন, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য।

ওয়ালটন বর্তমানে দেশের একমাত্র ভিআরএফ ও স্মার্ট ইনভার্টার চিলার উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা বিশ্বে নবম। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করছে, যার ফলে পণ্যগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তি যেমন: বিপিএইচই কুলিং, অটো ডাস্ট রিমুভাল, লোড শেয়ারিং, টেন স্টেজ অয়েল কন্ট্রোল, ইনভার্টার কম্প্রেসর, স্মার্ট কন্ট্রোল সিস্টেম এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা।

ISO 14001, ISO 45001, ISO 9001, CE ও RoHS সহ আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনসহ পরীক্ষিত পণ্যগুলো সিঙ্গাপুরের শীর্ষ হাসপাতাল ও ভবনগুলোতে স্থাপন করা হয়েছে। ওয়ালটনের লক্ষ্য বাংলাদেশকে হাই-টেক পণ্য উৎপাদনে প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাতারে স্থান করা। ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে।