ঢাকা   বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

স্কয়ার ফার্মার শেয়ারহোল্ডারদের জন্য সুখবর: ১২০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ২২ অক্টোবর ২০২৫

স্কয়ার ফার্মার শেয়ারহোল্ডারদের জন্য সুখবর: ১২০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির সচিব খন্দকার হাবিবুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৩ টাকা ৬১ পয়সা। একই সময়ে অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৯ টাকা ৫২ পয়সা, যদিও আগের বছর তা ছিল ২০ টাকা ৯০ পয়সা

এছাড়া, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সা

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারীদের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর