ঢাকা   মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

উত্থানে প্রাণ ফিরেছে শেয়ারবাজারে!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ২১ অক্টোবর ২০২৫

উত্থানে প্রাণ ফিরেছে শেয়ারবাজারে!

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ অক্টোবর) শেয়ারবাজারে ফিরে এসেছে কিছুটা আশার আলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন, বাড়ছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা—অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৮.৮৩ পয়েন্ট, অবস্থান করছে ৫,১৫০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১৩.০০ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ১,০৯৪ পয়েন্টে। আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ বেড়েছে ১৮.৪৭ পয়েন্ট, অবস্থান করছে ১,৯৮৪ পয়েন্টে

প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট ১৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এতে বাজারে কিছুটা গতি ফিরেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে, কমেছে মাত্র ৫৩টির, এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারদর।

বাজার বিশ্লেষকদের মতে, টানা পতনের পর মঙ্গলবারের এই সূচক উত্থান বাজারে স্বল্পমেয়াদি ইতিবাচক সাড়া তৈরি করতে পারে। তবে তারা বলছেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়ানো জরুরি।