
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলেই বিনিয়োগকারীদের দৃষ্টি থাকবে শেয়ারবাজারের সাতটি প্রতিষ্ঠানের দিকে। কারণ, এদিন সাত কোম্পানি তাদের বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা ও আয়-প্রতিবেদন (ইপিএস) প্রকাশের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এতে বাজারে নতুন করে গতি আসবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।
ডিএসই সূত্রে জানা গেছে, বোর্ড সভা আহ্বান করেছে সমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স পিপিব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন), তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
এর মধ্যে সমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স পিপিব্যাগ ইন্ডাস্ট্রিজ ও আইএসএন বোর্ড সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনার পর এসব কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
একইসঙ্গে সমরিতা হসপিটাল সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করবে এবং ইপিএস (Earnings Per Share) প্রকাশ করবে।
অন্যদিকে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও লাফার্জ হোলসিম বাংলাদেশ যথাক্রমে প্রথম ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। বোর্ড সভা শেষে তাদের ইপিএসও প্রকাশ করা হবে।
বাজার বিশ্লেষকদের মতে, এই সাত কোম্পানির আয়-প্রতিবেদন ও ডিভিডেন্ড ঘোষণা বিনিয়োগকারীদের মনোভাবের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, যেসব কোম্পানির আর্থিক পারফরম্যান্স ইতিবাচক থাকবে, তাদের শেয়ারের চাহিদা বেড়ে যেতে পারে পরবর্তী লেনদেনগুলোতে।