
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বঙ্গজ লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড-এর শেয়ার লেনদেন আজ সারা দিন স্থগিত থাকবে।
রেকর্ড ডেটের কারণে এই দুটি কোম্পানির লেনদেন বন্ধ রাখা হয়েছে। রেকর্ড ডেটের মাধ্যমে কোম্পানিগুলো নির্ধারণ করে কোন বিনিয়োগকারীরা ঘোষিত ডিভিডেন্ড বা অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন।
ডিএসই জানিয়েছে, রেকর্ড ডেট শেষে আগামী ২২ অক্টোবর (বুধবার) থেকে বঙ্গজ ও তাল্লু স্পিনিং—এই দুই কোম্পানির লেনদেন স্বাভাবিকভাবে আবার শুরু হবে।
বাজার বিশ্লেষকদের মতে, রেকর্ড ডেটের আগের দিনগুলোতে এসব কোম্পানির শেয়ারে সাধারণত কিছুটা সক্রিয়তা দেখা গেলেও, রেকর্ড ডেটের দিন লেনদেন বন্ধ থাকাটা স্বাভাবিক প্রক্রিয়া।