
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এভিন্স টেক্সটাইলস লিমিটেড তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এক নতুন পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে কোম্পানিটি ডেনিম ফেব্রিক উৎপাদনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং সামগ্রিক দক্ষতা উন্নয়নের জন্য দুটি নতুন ব্র্যান্ডের মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেশিনগুলো হলো: কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ এবং হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ।
মেশিন দুটি কিনতে কোম্পানিটির মোট ব্যয় হবে ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।
কোম্পানি আশা করছে, নতুন এই বিনিয়োগ তাদের ডেনিম ফেব্রিক উৎপাদনে দক্ষতা বাড়াবে এবং বাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত করবে।