ঢাকা   সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বিনিয়োগকারীদের নজরে ২০ কোম্পানির শেয়ার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ৩১ আগস্ট ২০২৫

বিনিয়োগকারীদের নজরে ২০ কোম্পানির শেয়ার

সপ্তাহের শুরুতে রোববার (৩১ আগস্ট) শেয়ারবাজারে দেখা গেছে উচ্ছ্বাসময় পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে অবস্থান করছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০১টির শেয়ার দর বেড়েছে, ১৪১টির দর কমেছে। বিশেষভাবে বিক্রেতা সঙ্কটে পড়ে ২০টি কোম্পানির শেয়ার হোল্ডেড (হল্টেড) হয়ে যায়।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো: বে-লিজিং, ইভিন্স টেক্সটাইল, ন্যাশনাল টি কোম্পানি, শ্যামপুর সুগার, ওরিয়ন ফার্মা, রহিমা ফুড, ইনটেক অনলাইন, আমরা টেকনোলজিস, আমরা নেটওয়ার্ক, সাইফ পাওয়ারটেক, বিআইএফসি, মিথুন নিটিং, ফিনিক্স ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক, ফার্স্ট ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, এপোলো ইস্পাত, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।


আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বে-লিজিংয়ে। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় উঠেছে। দিনের লেনদেনের শেষে মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে ইভিন্স টেক্সটাইলের শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে ১১ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন হয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকায়। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর ১৯ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ২১৪ টাকা ৫০ পয়সায়। লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার ৯.৯৫ শতাংশ, ওরিয়ন ফার্মা ৯.৯৪ শতাংশ, রহিমা ফুড ৯.৯৪ শতাংশ, ইনটেক অনলাইন ৯.৯৩ শতাংশ, আমরা টেকনোলজিস ৯.৯২ শতাংশ, আমরা নেটওয়ার্ক ৯.৯০ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৯.৮৪ শতাংশ, বিআইএফসি ৯.৭৬ শতাংশ, মিথুন নিটিং ৯.৬৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ৯.৩৭ শতাংশ, ওয়ালটন হাইটেক ৮.৭৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ৮ শতাংশ, জেনারেশন নেক্সট ৮ শতাংশ, এপোলো ইস্পাত ৭.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্স ৬.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫.৫৬ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিং ৫.২৬ শতাংশ বেড়েছে।