ঢাকা   রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

আইটি খাতের ৫ কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ৮ আগস্ট ২০২৫

আইটি খাতের ৫ কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে জুলাই’২৪-মার্চ’২৫) নয় মাসে কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো কমেছে ৫টি কোম্পানির। বিপরীতে বেড়েছে ৫টি কোম্পানির এবং একটি কোম্পানি ক্যাশ ফ্লো প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ক্যাশ ফ্লো কমে যাওয়া কোম্পানিগুলো হলো-আমরা নেটওয়ার্ক, বিডিকম অনলাইন, ড্যাফোডিল কম্পিউটার্স, ইজেনারেশন ও ইনটেক লিমিটেড।

আমরা নেটওয়ার্ক

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৩ টাকা ০৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ০৩ পয়সা।

বিডিকম অনলাইন

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৭ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ০৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৪৬ পয়সা।

ড্যাফোডিল কম্পিউটার্স

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ১ টাকা ২৩ পয়সা।

ইজেনারেশন

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৬১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৬১ পয়সা।

ইনটেক লিমিটেড

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০১ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৯৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৯৮ পয়সা।