ঢাকা   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আবার সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার তাগিদ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ২২ মে ২০২৫

আবার  সরকারি  কোম্পানির শেয়ার ছাড়ার তাগিদ

সরকারি বিভিন্ন কোম্পানির শেয়ার সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে আনার আলোচনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনার বিষয়ে আলোচনা হয়। আর এসব কোম্পানিকে বাজারে আনার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি)। বৈঠকে আলোচনা হয়েছে, আপাতত এসব কোম্পানির ৫ শতাংশ করে শেয়ার বাজারে ছাড়া হবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়ন’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা বৈঠকে ছিলেন না। এমনকি বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাঁরা কেউই বৈঠকে ছিলেন না।

 

শেষ পর্যন্ত বৈঠকে অংশ নেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ প্রমুখ।

বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে আনিসুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টা যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেগুলো দ্রুত বাস্তবায়ন দরকার, সেগুলো বাস্তবায়নে আগে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাকিগুলোর বিষয়ে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হবে।