ঢাকা   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন ব্যাংকের বোনাস শেয়ারে বিএসইসির চূড়ান্ত ছাড়পত্র: শেয়ারহোল্ডারদের জন্য সুখবর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২১ মে ২০২৫

তিন ব্যাংকের বোনাস শেয়ারে বিএসইসির চূড়ান্ত ছাড়পত্র: শেয়ারহোল্ডারদের জন্য সুখবর

তালিকাভুক্ত তিনটি ব্যাংকের ঘোষিত বোনাস শেয়ার বিতরণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এগুলো হলো—মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), মিডল্যান্ড ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার (২০ মে) বিএসইসি এই অনুমোদন দিয়েছে। এর ফলে ব্যাংক তিনটি এখন তাদের ঘোষিত বোনাস ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করতে পারবে। তবে বিতরণের আগে কোম্পানিগুলোকে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করতে হবে।

২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই তিন ব্যাংক পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে ১০ শতাংশ, ব্র্যাক ব্যাংক ১২.৫০ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক ৩ শতাংশ বোনাস শেয়ার।

বিএসইসির এই চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা বোনাস ডিভিডেন্ডের সুবিধা পেতে যাচ্ছেন। ফলে বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।