ঢাকা   শনিবার ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সুযোগে যে শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১, ২২ আগস্ট ২০২৪

সুযোগে যে শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

 

শেয়ারবাজারের লেনদেনে সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবার কিছুটা গতি দেখা যাচ্ছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম এক ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে সোয়া ৩০০ কোটি টাকা। সেই সঙ্গে সূচকও কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। ডিএসইর প্রধান সূচকটি প্রথম ঘণ্টার লেনদেন শেষে ১৩ পয়েন্ট বেড়েছে।

তবে ঢাকার বাজারে আজ পৌনে ১টা পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৮টিরই দাম কমেছে। বেড়েছে ১৬২টির আর অপরিবর্তিত ছিল ৪১টির দাম। বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমলেও ভালো মৌলভিত্তির শেয়ারের মূল্যবৃদ্ধিতে সূচক বেড়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৭ কোটি টাকা। যেখানে গতকাল সারা দিনে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৭ কোটি টাকা।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিনের দরপতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়। এ কারণে দেশের পটপরিবর্তনের পর যাঁরা নতুন করে বাজারে বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন, তারা কিছুটা ধীর চলো নীতি নিয়েছেন। এ অবস্থায় লেনদেন কিছুটা শ্লথ হয়ে যায়। আবার ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভালো মৌলভিত্তির যেসব শেয়ারের দাম লাফিয়ে বেড়েছিল গত কয়েক দিনে, সেসব শেয়ারেরও কিছুটা মূল্য সংশোধন হয়েছে। ফলে ওই সব শেয়ারের বিক্রির চাপ আজ কিছুটা কমেছে। এতে সূচকটিও ইতিবাচক ধারায় রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ৫ আগস্টের পর একটানা উত্থানে গ্রামীণফোনের শেয়ারের দাম প্রায় ১৩২ টাকা বেড়েছিল। সেখান থেকে কোম্পানিটির শেয়ারের প্রায় ৫০ টাকা মূল্য সংশোধন হয়েছে। একইভাবে মূল্য সংশোধন হয়েছে স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ ভালো মৌলভিত্তির বেশ কিছু শেয়ারের। মূল্য সংশোধনের পর এসব শেয়ারের বিক্রির চাপ কিছুটা কমে এসেছে এখন। তাই আজ দিনের প্রথম এক ঘণ্টায় এসব শেয়ারের কিছুটা দাম বাড়তে দেখা যাচ্ছে। তাতে সূচক ও লেনদেন ইতিবাচক ধারায় রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী বলেন, গত কয়েক দিনে বাজারে বিক্রির যে চাপ ছিল, সেটি আজ সকাল থেকে দেখা যাচ্ছে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ভালো শেয়ারে একটু একটু করে আবার বিনিয়োগ শুরু করেছেন।

শেয়ার বিজনেস24.কম