
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করার তারিখ জানিয়েছে।
বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
আগামী ২৬ আগস্ট দুপুর ৩টায় ইসলামী ব্যাংক বাংলাদেশের এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থার প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির মুনাফা প্রকাশ করা হবে।