ঢাকা   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশিদের হাতে নিউমুরিং টার্মিনাল নয়: বাম জোটের হুঁশিয়ারি

বিদেশিদের হাতে নিউমুরিং টার্মিনাল নয়: বাম জোটের হুঁশিয়ারি

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্তকে 'জাতীয় স্বার্থবিরোধী' ও 'গণবিরোধী' আখ্যা দিয়ে বাম গণতান্ত্রিক জোট তীব্র প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশন চত্বরে আয়োজিত এক সমাবেশে তারা এ অভিযোগ তোলে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের একটি লাভজনক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তারা অভিযোগ করেন, আগেও যুক্তরাষ্ট্র ডিপি ওয়ার্ল্ডকে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অনুমোদন দেয়নি। অথচ বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই একই কোম্পানিকে নিউমুরিং টার্মিনালের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে, যা প্রশ্নবিদ্ধ।

এসময় বক্তারা কাতারে সামরিক সরঞ্জামের কারখানা স্থাপন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত মানবিক করিডরের বিরুদ্ধেও অবস্থান নেন। তাদের দাবি, এসব সিদ্ধান্ত দেশের ভেতরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সামরিক ষড়যন্ত্রে জড়ানোর ঝুঁকি বাড়াবে।

সমাবেশে আটক বাসদ নেতা আল কাদেরি, ছাত্রনেতা মিরাজ উদ্দিন এবং শ্রমিকনেতা রোকন উদ্দিনের মুক্তির দাবি জানানো হয়। বক্তারা পুলিশের দমন–পীড়ন বন্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, কৌশলগত গুরুত্বসম্পন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া এককভাবে কোনো পদক্ষেপ নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক শাহা, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক শফিউদ্দিন কবির, বাসদের ভারপ্রাপ্ত ইনচার্জ মহিন উদ্দিন প্রমুখ। ব্যানারে লেখা ছিল— ‘নিউমুরিং টার্মিনাল বিদেশিদের দেওয়া চলবে না’, ‘মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে ফেলতে দেওয়া হবে না’, ‘সামরিক কারখানার নামে কাতারের প্রভাব বিস্তার বন্ধ করো’ ইত্যাদি।

বাম জোটের নেতারা সরকারের এসব উদ্যোগ বন্ধে জনগণকে সচেতন হওয়ার এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।