ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাভারে লাইটার কারখানায় আগুনে দগ্ধ ২০

সাভারে লাইটার কারখানায় আগুনে দগ্ধ ২০

রাজধানী ঢাকার আশুলিয়ায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনে অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার কালার ম্যাচ বিডি লিমিটেড নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

প্রথমে দগ্ধ শ্রমিকদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং আশপাশের হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) হারুন অর রশিদ বলেন, এখানে ১৩ নারীকে দগ্ধ অবস্থায় নিয়ে আসে। তাদের মধ্যে ৪/৫ জনের ৯০ শতাংশ এবং বাকিদের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওসি বলেন, বেলা ৪টার দিকে কারখানার একটি টিনশেড ভবনে আগুন লেগে পাশের দুই শেডে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

শেয়ার বিজনেস24.কম