রেকর্ড ডেট শেষে আবারও লেনদেনে ফিরেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানি। রবিবার (৭ ডিসেম্বর) থেকে এসব কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
লেনদেনে ফেরা কোম্পানিগুলো হলো— ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার, ওরিয়ন ফার্মা এবং সিলভা ফার্মা।
রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার এসব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ওই দিন যাদের হাতে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারা ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য হবেন বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
























