ঢাকা   সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ডিভিডেন্ড অনুমোদনে আসছে এজিএম: সময় জানাল ইফাদ অটোজ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ৭ ডিসেম্বর ২০২৫

ডিভিডেন্ড অনুমোদনে আসছে এজিএম: সময় জানাল ইফাদ অটোজ

অটোমোবাইল খাতের শেয়ারবাজার–তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোজ পিএলসি তাদের আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এজিএমটি। রোববার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, এবার হাইব্রিড পদ্ধতিতে এজিএম অনুষ্ঠিত হবে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা ইফাদ অটোজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাহাবেলিশর, ধামরাই, ঢাকায় সশরীরে উপস্থিত থেকে অথবা অনলাইনের মাধ্যমে সভায় যোগ দিতে পারবেন। যারা ভার্চুয়ালি অংশ নিতে চান, তারা নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করতে পারবেন।

গত ২৬ অক্টোবর ইফাদ অটোজ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৭ পয়সা, যা আগের বছর ছিল ৬১ পয়সা। তবে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (সিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫৪ পয়সা—গত অর্থবছরে যা ছিল মাইনাস ১ টাকা ৮০ পয়সা
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫৬ পয়সা

এজিএমে ঘোষিত ডিভিডেন্ডসহ কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনুমোদন করা হবে। এজন্য শেয়ারহোল্ডারদের নির্ধারিত সময় ও নির্দেশনা মেনে সভায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে ইফাদ অটোজ।