একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামি ব্যাংকের গ্রাহকদের জন্য আশার বার্তা দিল বাংলাদেশ ব্যাংক। ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ গঠনের প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া উদ্বেগ কাটিয়ে এ সপ্তাহ থেকেই পর্যায়ক্রমে আমানতকারীদের টাকা ফেরত দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রথম ধাপে আমানত বিমা তহবিল থেকে প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ২ লাখ টাকা করে ফেরত দেওয়া হবে। যাদের হিসাবের জমা দুই লাখ টাকার কম, তারা চাইলে পুরো টাকাই তুলে নিতে পারবেন। আর যাদের বেশি টাকা রয়েছে, তারা প্রাথমিকভাবে দুই লাখ টাকা পাবেন—অবশিষ্ট অর্থ পরবর্তীতে ফেরত দেওয়া হবে এবং সেই টাকার জন্য নতুন মুনাফার হারও নির্ধারণ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে—
-
একজন গ্রাহকের একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে মাত্র একটি হিসাবের বিপরীতে টাকা ফেরত পাবেন
-
তবে পাঁচটি ব্যাংকে আলাদা হিসাব থাকলে প্রতিটি হিসাবেই অর্থ পাওয়া যাবে
-
ঋণ থাকলে ঋণ সমন্বয় করে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে
৭৫ লাখ গ্রাহকের আমানত সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক মোট ১২ হাজার কোটি টাকা প্রয়োজনের হিসাব দিয়েছে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা—এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসছে আমানত বিমা তহবিল থেকে।
গ্রাহক স্বার্থ রক্ষায় এবং নতুন ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রধান কার্যালয়, পরিচালনা পর্ষদসহ সব কাঠামো গড়ে তোলা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ স্কিম প্রকাশ করে অর্থ ফেরত কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
























