দেশের ডেনিম শিল্পে শীর্ষস্থান দখলে রাখা এনভয় টেক্সটাইলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য বড় সুখবর দিয়েছে। প্রতিষ্ঠানের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। শনিবার (৬ ডিসেম্বর) গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ জানান—২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি প্রায় ১৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।
একই সঙ্গে—
-
শেয়ারপ্রতি আয় (EPS): ৮.৪০ টাকা
-
শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV): ৫৮.৩২ টাকা
-
শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ: ৪.৭৭ টাকা
এজিএমে নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ সব প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডও সর্বসম্মতভাবে পাস হয়।
এনভয় টেক্সটাইলসের রাজস্বও নজরকাড়া—
২০২৪-২৫ অর্থবছরে আয় দাঁড়িয়েছে ১৮৬২.৪৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩০.৬০% বেশি।
একই সময়ে কোম্পানি বিক্রি করেছে ৫৫.৪১ মিলিয়ন গজ ডেনিম, যা বৃদ্ধি পেয়েছে ৩৯.৪%।
আন্তর্জাতিক বাজারে ডেনিমের চাহিদা ও বিক্রয় বিস্তারের ইতিবাচক প্রভাবই এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। সভায় শেয়ারহোল্ডারসহ উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নিরীক্ষা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি এম সাইফুল ইসলাম চৌধুরী।
























