ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কাঠগড়ায় নুসরাতের ৩০ মিনিট

কাঠগড়ায় নুসরাতের ৩০ মিনিট

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজ সোমবার সকাল সাড়ে আটটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে, কড়া নিরাপত্তার মধ্যে তিনি হাজির হন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। সকাল ১০টা ২০ মিনিটে কাঠগড়ায় তোলা হয় তাকে। মাথার হেলমেট খুলে নেওয়ার পরও মুখে কোনো অভিব্যক্তি ছিল না তার। দেয়ালের দিকে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ, পরে এক আইনজীবীর সঙ্গে ইশারায় যোগাযোগ করেন।

নুসরাত ফারিয়াকে আদালতে দেখা যায় চুপচাপ, বিমর্ষ মুখে রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে। প্রায় ৩০ মিনিট ছিলেন কাঠগড়ায়। কোনো বক্তব্য দেননি। এ সময় বিচারক সারাহ ফারজানা হক উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় এক গণ-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। ৩ মে তিনি মামলা করেন, যেখানে নুসরাত ফারিয়াকেও আসামি করা হয়।

তবে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান জানান, ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না—তিনি ছিলেন কানাডায় পেশাগত কাজে। ১৪ আগস্ট তিনি দেশে ফেরেন বলে জানান তিনি। আদালতে জমা দেওয়া হয় তার পাসপোর্ট ও ভিসার কাগজপত্র।

এর জবাবে রাষ্ট্রপক্ষের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী কড়া ভাষায় বলেন, “নুসরাত ফারিয়া শুধু অভিনেত্রী নন, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এবং বলেছিলেন, ‘প্রতিটা ঘরে শেখ হাসিনা আছেন।’”

পিপির অভিযোগ, শুধু তাই নয়, নুসরাত অনলাইন জুয়ার একটি অ্যাপের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন এবং যুবসমাজকে বিভ্রান্ত করেছেন। তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা সবসময় পরিচিত মুখগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। নুসরাতও সেই ষড়যন্ত্রের অংশ।”

অন্যদিকে, আদালত চত্বরে এসেছিলেন নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম। কিন্তু উপচে পড়া ভিড় আর গণমাধ্যমের ভিড় দেখে মেয়ে মুখোমুখি হতে পারেননি। একাকী দাঁড়িয়ে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে কৃষ্ণচূড়ার ছায়ায়। মেয়ের খবর নেন আইনজীবীদের মাধ্যমে।

শুনানি শেষে বিচারক জানান, নুসরাত ফারিয়ার জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে ২২ মে। আদালত ত্যাগ করার পর ফারিয়াকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় বিশ্রাম ও পানি পান করার পর তাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।

একদিকে জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে হত্যাচেষ্টা, রাজনৈতিক পক্ষপাত, অনলাইন জুয়া ও বিদেশে অবস্থানের মতো গুরুতর অভিযোগ—এই চাপে বিচারের মুখে দাঁড়িয়ে আছেন নুসরাত ফারিয়া। ২২ মে’র জামিন শুনানিকে ঘিরে এখন নজর সবার।