বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার পার্শ্ববর্তী বাঙালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মরদেহ বাঙালি নদীতে ভেসে থাকতে দেখা যায়। নদীতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩২ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহ কয়েকদিন ধরে পানিতে থাকার কারণে সারা শরীর ফুলে উঠেছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
























