ঢাকা   সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিএসসি চেয়েছে মার্জিন ঋণধারীদের তথ্য ডিভিডেন্ডের জন্য

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ৮ ডিসেম্বর ২০২৫

বিএসসি চেয়েছে মার্জিন ঋণধারীদের তথ্য ডিভিডেন্ডের জন্য

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপি-গুলোর কাছে তাদের মার্জিন ঋণ হোল্ডারদের তথ্য চেয়েছে। এই ঋণধারীরা ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিএসসি ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বিবৃতি জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে। এই বিবৃতিতে শেয়ারহোল্ডারের নাম, BOID নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের তথ্য এবং যোগাযোগের ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।

বিবৃতির হার্ড কপি জমা দিতে হবে বিএসসির ঢাকা আঞ্চলিক অফিসে (বিএসসি টাওয়ার, লেভেল ২২, দৈনিক বাংলা মোড়, ঢাকা) এবং সফট কপি [email protected][email protected]এ পাঠাতে হবে।

উল্লেখযোগ্য, এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট ছিল ৭ ডিসেম্বর ২০২৫, অর্থাৎ এই তারিখে যাদের অ্যাকাউন্টে শেয়ার ছিল, তারা যোগ্য। তবে মার্জিন ঋণ ব্যবহার করে শেয়ার কেনা শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রক্রিয়া সম্পন্ন করতে এই বাড়তি তথ্য প্রয়োজন।

ব্রোকারেজ হাউস ও ডিপি-গুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ করে বিএসসি যাতে দ্রুত ও সঠিকভাবে মার্জিন ঋণধারীদের ডিভিডেন্ড বিতরণ করতে পারে।