শেয়ারবাজারে তথ্যের স্বচ্ছতা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তিনি বলেন, সঠিকভাবে এআই ব্যবহার করলে শেয়ারবাজারে সিদ্ধান্ত গ্রহণ আরও নির্ভুল ও নির্ভরযোগ্য হবে।
সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু আলী, সেশন পরিচালনা করেন বিআইসিএমের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম এবং উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।
ওয়াজিদ হাসান শাহ বলেন, বাজারে সাম্প্রতিক সময়ে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত হওয়া এবং নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার প্রক্রিয়া চলমান—এই দুই বড় পরিবর্তন বিশ্লেষণে এআই অত্যন্ত কার্যকর হতে পারে। তিনি মনে করেন, ভবিষ্যতে শেয়ারবাজারে ঝুঁকি মূল্যায়ন থেকে শুরু করে কোম্পানি ফলাফল বিশ্লেষণ পর্যন্ত সব ক্ষেত্রেই এআই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, শেয়ারবাজার সাংবাদিকতায় এআই দক্ষতা অর্জন এখন অত্যন্ত জরুরি। সাধারণ সম্পাদক আবু আলী জানান, সিএমজেএফ নিয়মিত তাদের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন করে, এবং এ বিশেষ এআই কর্মশালাও তার ধারাবাহিকতা।
কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়, যেখানে অংশগ্রহণকারীদের এআই-এর মৌলিক ধারণা, শেয়ারবাজারে প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবমুখী প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
























