ঢাকা   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

গ্রামবাংলা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৪, ১৪ জুলাই ২০২৫

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ঠসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের ‘ল’ কলেজের সামনে থেকে শহরের শহীদ রফিক সড়কের একটি প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি খালপাড় এলাকার রফিক চত্ত্বরে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ জেলা ও উপজেলাসহ বিভিন্ন স্কুল-কলেজ শাখার শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্র-সমাজকে লক্ষ্য করে দেশে ষড়যন্ত্র চলছে। আর সব ষড়যন্ত্র প্রতিহত করতেই ছাত্রদল আজকে রাজপথে নেমেছে। নিরীহ ছাত্রদের দিয়ে দেশজুড়ে মব সৃষ্টি করে পবিত্র শিক্ষাঙ্গনকে অস্থির করে তোলা হচ্ছে। আমরা চাই অবিলম্বে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টিকারী গোপনচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। ছাত্রদলের পক্ষ থেকে জোর দাবি জানান তিনি।