ঢাকা   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বাবলা 50 নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবলা ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন এবং প্রতিদিনের মতো সেদিনও তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই বাবলা মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন।  আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।