ঢাকা   বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিও শুরু ১৯ অক্টোবর

কর্পোরেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ১২ অক্টোবর ২০২০

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিও শুরু ১৯ অক্টোবর

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৯ অক্টোবর। যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৬ আগস্ট বিএসইসির ৭৩৭তম সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিট ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

এ কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

 

শেয়ার বিজনেস24.কম