বাড়ছে গরম, আর সেই সঙ্গে এসির চাহিদাও। এক সময় এসি ছিল শুধুই বিলাসের প্রতীক, কিন্তু এখন এটি হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অংশ। তবে নতুন এসির দাম অনেক বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড এসি কেনার দিকে। রাজধানীর মিরপুর, বারিধারা কিংবা পুরোনো যন্ত্রাংশের মার্কেটগুলোতে এমন বহু দোকান রয়েছে, যেখানে পুরনো এসি মেরামত করে বিক্রি করা হয় ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যেই।