ঢাকা   রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

নারী ও নারী উদ্যোক্তা

নারী ও নারী উদ্যোক্তা থেকে আরও খবর

সফল উদ্যোক্তা শিক্ষিত দম্পতির খামারে আয় ৩০ লাখ টাকা

সফল উদ্যোক্তা শিক্ষিত দম্পতির খামারে আয় ৩০ লাখ টাকা

রংপুরের বদরগঞ্জের আমরুলবাড়ি মৌলভীপাড়া গ্রামের মাস্টার্স পাশ দম্পতি মশিউর রহমান ও সুমি খাতুন চাকরির পিছনে না ছুটে সফল উদ্যোত্তা হয়েছেন। তাঁরা খামারে মুরগি, হাঁস, গরু, ছাগল পালনসহ মাছ চাষ করে বছরে গড়ে আয় করছেন ২৫ থেকে ৩০ লাখ টাকা।  কিনেছেন এলাকায় মুল্যবান সাড়ে চার একর জমি। বর্তমানে মশিউর দম্পতির স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে পাঁচ কোটি টাকার ওপরে। মশিউর ২০২৪ সালে উপজেলা শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে পুরস্কৃত হন। তাঁদের খামারে সাফল্য দেখে এলাকার বেকার শিক্ষিত যুবকরাও ঝুঁকছেন সেই দিকে। পাল্টে যাচ্ছে এলাকার অর্থনৈতিক চিত্র। 

সর্বশেষ