
পৃথিবীকে সবুজ রাখতে অনেকেই কথা বলেন, কিন্তু হাতে গোনা কিছু মানুষই তা বাস্তবে রূপ দেন। ঠিক এমনই একজন সাদিকা রুমন, যিনি পরিবেশপ্রেম ও উদ্ভাবনী চিন্তার অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বনকাগজে তৈরি করেছেন এমন এক বাংলা ক্যালেন্ডার, যার প্রতিটি পাতা মাটিতে পুঁতলেই সেখান থেকে জন্ম নেবে গাছ! ভাবনাটাই চমকে দেওয়ার মতো—ক্যালেন্ডারের তারিখ ফুরোলে তা প্রকৃতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।
টাঙ্গাইলের মেয়ে সাদিকা রুমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনার সময় থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। শিশুদের নিয়ে বই লেখার পাশাপাশি তার মনে সব সময়ই ঘুরপাক খেত প্রকৃতির জন্য কিছু করার তাগিদ। এই দায়বদ্ধতা থেকেই জন্ম নেয় তার উদ্যোগ ‘হরপ্পা’। বনকাগজে বাংলা ক্যালেন্ডার তৈরি করার পেছনে মূল ভাবনা ছিল—পরিবেশ রক্ষা এবং হারিয়ে যাওয়া বাংলা মাসের নামগুলোকে সবার মাঝে ফিরিয়ে আনা।
বনকাগজ এমন একধরনের হাতে তৈরি, পুনরুৎপাদিত কাগজ, যার মধ্যে থাকে বীজ। এটি মাটিতে পুঁতলেই নির্দিষ্ট পরিচর্যায় গাছ হয়ে ওঠে। বাংলা ক্যালেন্ডারের প্রতিটি পাতা তাই হয়ে উঠেছে একটি সম্ভাব্য বৃক্ষ।
শুধু ক্যালেন্ডার নয়, সাদিকা নিজের উদ্যোগে তৈরি করছেন পরিবেশবান্ধব ব্যাগ ও রুমালও। পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় থেকে তৈরি এই ব্যাগগুলো যেমন পলিথিনের বিকল্প, তেমনি বর্জ্য পুনঃব্যবহারেও একটি সচেতন প্রয়াস। তার তৈরি সুতি রুমালগুলোর লক্ষ্য টিস্যুর অতিরিক্ত ব্যবহার রোধ করা, যা পরিবেশে প্লাস্টিক বর্জ্য কমাতে সহায়ক।
রুমন বলেন, ‘প্রকৃতিকে ভালো রাখা আমাদের নিজেদের ইচ্ছার ওপর নির্ভর করে। আমি চাই না, শুধু ব্যবসার লাভের জন্য কাজ করতে। প্রকৃতির জন্য কিছু করতে পারলেই সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
তার তৈরি বনকাগজ ক্যালেন্ডারের প্রতিটি ইউনিটের মূল্য ৫৫০ টাকা। চাইলে যেকোনো মানুষ ‘হরপ্পা’ পেজে অর্ডার দিয়ে এটি সংগ্রহ করতে পারেন। পাশাপাশি সেখানে পাওয়া যায় কাস্টমাইজড রুমালও।
সাদিকা রুমনের মতো ভাবনাধর্মী উদ্যোক্তারা আমাদের মনে করিয়ে দেন—পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব। সচেতন পণ্যে সামান্য পরিবর্তনই তৈরি করতে পারে বড় প্রভাব।