ক্ষমা, শান্তি আর সংগ্রামের এক জীবন্ত প্রতীক: নেলসন ম্যান্ডেলার গল
“প্রতিশোধ নিলে, আমরা কীভাবে ওদের চেয়ে ভালো হলাম?”—এই প্রশ্ন করে ক্ষমা, শান্তি আর সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন নেলসন ম্যান্ডেলা। ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ঐতিহাসিক ওই দিনে রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনের এম্ফিথিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের ১৪০টির বেশি দেশের প্রতিনিধিদের সামনে তিনি বলেছিলেন, “সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করি, সবার জন্য শান্তি বজায় রাখি। এই ভূমি আর কখনোই নিপীড়নের মুখোমুখি হবে না।”