
সীমান্ত উত্তেজনার জেরে এক সপ্তাহ স্থগিত থাকার পর ফের শুরু হতে যাচ্ছে আইপিএল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে নতুন সূচি তৈরির শেষ পর্যায়ে রয়েছে এবং সব দলকে রিপোর্ট করার নির্দেশনা দিয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঞ্জাব কিংস বাদে বাকি সব দলকে আগামী মঙ্গলবার নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট পুনরায় শুরু করার লক্ষ্যে আগামী শুক্রবারই মাঠে গড়ানোর পরিকল্পনা করছে বোর্ড।
আগের সূচি অনুযায়ী আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে, তবে নতুন পরিকল্পনায় তা পাঁচ দিন পিছিয়ে ৩০ মে করার কথা ভাবছে বিসিসিআই। বাকি থাকা ১২টি ম্যাচ আয়োজনের জন্য চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে প্রাথমিক ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সময় সংকট মোকাবিলায় আরও বেশি ‘ডাবল হেডার’—এক দিনে দুই ম্যাচ আয়োজনেরও চিন্তাভাবনা করছে বোর্ড।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, "টুর্নামেন্ট শেষ করতে আমাদের হাতে অন্তত দুই সপ্তাহ দরকার। কারণ, প্লে-অফ ও ফাইনালের জন্য ছয় দিন লাগবে। তাই সূচিতে বাড়তি ম্যাচ ঢোকাতে হচ্ছে। আজ রাতেই সব ফ্র্যাঞ্চাইজির কাছে নতুন সময়সূচি পাঠিয়ে দেওয়া হবে।" পাঞ্জাব কিংসের নিরপেক্ষ ভেন্যু এখনো নির্ধারিত না হওয়ায় তাদের বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগছে।
এদিকে এক সপ্তাহের স্থগিতাদেশের মধ্যে অধিকাংশ বিদেশি খেলোয়াড় ও কোচ নিজ দেশে ফিরে গিয়েছিলেন। এখন দলগুলো তাদের ফেরত আনার প্রস্তুতি নিচ্ছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, "যুদ্ধবিরতি ঘোষণার পর এখন আমাদের প্রধান কাজ হলো পুনরায় টুর্নামেন্ট শুরু করে যথাসময়ে শেষ করা। এ জন্য ভেন্যু, সময়সূচি, সম্প্রচার সংস্থা এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।"
তবে সবকিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত অনুমোদনের ওপর। বিসিসিআই ইতিমধ্যে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে ভেন্যু হিসেবে বিবেচনায় আনলেও সরকার অনুমতি না দিলে নতুন করে ভাবতে হতে পারে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।