ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাজারে সিন্ডিকেট ভাঙতে জাতীয় কমিশন গঠনের উদ্যোগ!

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২৬, ১১ মে ২০২৫

সর্বশেষ

বাজারে সিন্ডিকেট ভাঙতে জাতীয় কমিশন গঠনের উদ্যোগ!

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও সিন্ডিকেট ভাঙতে ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন (এনবিএসসি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই কমিশনকে স্থায়ী করার প্রস্তাবও এসেছে। প্রস্তাব দিয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

গত ২৩ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক বৈঠকে কমিশনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এরপর ফেব্রুয়ারিতে নতুন সচিব যোগ দেওয়ার পর আবার গত ১৬ মার্চ চারটি সরকারি প্রতিষ্ঠানের কাছে মতামত চাওয়া হয়। এগুলো হলো: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, টিসিবি, বিটিটিসি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তবে প্রথম দফায় কোনো প্রতিষ্ঠানই মতামত দেয়নি। পরে ১০ এপ্রিল আবার স্মরণ করিয়ে দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় তাদের চিঠিতে স্পষ্টভাবে বলেছে—প্রস্তাবিত কমিশনের দায়িত্ব ও লক্ষ্য বিদ্যমান প্রতিষ্ঠানের সঙ্গে দ্বৈত হয় কি না, তা বিশ্লেষণ করে মতামত দিতে হবে।

কমিশনের খসড়া অনুযায়ী, এর লক্ষ্য হবে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ও চাহিদার সঠিক ভারসাম্য রক্ষা এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। কমিশনে থাকবে চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, সদস্য, পরামর্শক প্যানেল ও একটি ‘ভোক্তা সুরক্ষা বিভাগ’।

রূপরেখায় বলা হয়েছে—চাল, ডাল, ডিম, চিনি, তেল, মাছ, মাংস, পেঁয়াজ, সবজি ইত্যাদির বাজারে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও মূল্য কারচুপি চলছে, যা জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। এই সমস্যা সমাধানে প্রতিযোগিতা কমিশন যথেষ্ট নয়—এমন যুক্তিও এসেছে খসড়ায়।

প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ন্যায্য দামে পণ্য বিক্রি করা প্রতিষ্ঠান পুরস্কার পাবে, আর সিন্ডিকেটে জড়িতদের লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কমিশন গঠনে প্রাথমিকভাবে ১০০–১৫০ কোটি টাকার বাজেট লাগবে। প্রয়োজনে জাতিসংঘ, বিশ্বব্যাংক বা এডিবির মতো উন্নয়ন সহযোগীদের সহায়তা নেওয়া হবে।

টিসিবি ও বিটিটিসি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা মনে করেন, নতুন কমিশনের চেয়ে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা দরকার।

ছাত্র প্রতিনিধি ও ফাউন্ডেশনের সদস্যরা বৈঠকে অংশ নিয়ে সরাসরি বাজার বাস্তবতার উদাহরণ তুলে ধরেন। বৈঠকে প্রতিযোগিতা কমিশনের সদস্যও জানান, সংস্থাটির কার্যক্রম আরও বেগবান করা হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে, গত বছরের সেপ্টেম্বরে। এর সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ