facebook twitter You Tube rss bangla fonts
Walton

থানচিতে নৌপথ ভ্রমণে নিষেধাজ্ঞা


০৪ আগস্ট ২০২৩ শুক্রবার, ০৬:৩০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


থানচিতে নৌপথ ভ্রমণে নিষেধাজ্ঞা

টানা তিন দিনের ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবানের থানচিতে দুর্গম তিন্দু, রেমাক্রীসহ নৌপথে যেতে হয় এমন সব পর্যটন কেন্দ্র ভ্রমণের অনুমতি দিচ্ছে না থানচি উপজেলা প্রশাসন।

শুক্রবার (৪ আগষ্ট) বিকাল ৪টায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে থানচিতে নৌপথে যেতে হয় এমন সকল পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সড়ক পথে যাওয়া যায় এমন সকল পর্যটন কেন্দ্রে যেতে বাধা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মত সব স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন ঝিরি হয়ে সাঙ্গু নদীতে প্রবল বেগে নদীর পানি প্রবাহিত হচ্ছে। ফলে ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে নৌপথে যেতে হয় এমন সকল পর্যটন স্পষ্ট ভ্রমণে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন।

গত এক দশকে থানচি উপজেলার অন্যতম পর্যটনস্পট নাফাখুম ও রেমাক্রি নৌপথে ভ্রমণে গিয়ে নদী ও ঝিড়িতে পড়ে গিয়ে নিহত হয়েছে অনন্ত পাঁচজন পর্যটকসহ ১২জন। আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: