
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার বা ১৫২ কোটি ৪৭ লাখ টাকা পেয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাইমারি বীমা ইন্স্যুরার বা প্রাথমিক বীমাকারী সংস্থা সাধারন বীমা কর্পোরেশন জাহাজটির রিইন্সুরার বা পুনঃবীমাকারী প্রতিষ্ঠান লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বীমা কোম্পানি টাইসারের কাছ থেকে গত ১৬ মার্চ প্রাপ্ত বীমার ওই অর্থ বিএসসি’র ব্যাংক হিসাবে পাঠানো হয়। বীমার বাকি অর্থ ৭৭ লাখ মার্কিন ডলার শিগগিরই পাওয়া যাবে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ২ মার্চ রাতে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশের পতাকাধারী বাংলার সমৃদ্ধি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নাবিকের মৃত্যু হয়। পরে জাহাজটি অলিভিয়া বন্দরে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে নাবিকদের দেশে ফিরিয়ে আনা হয়।
জাহাজটির ক্ষতিপূরণ পেতে আগে থেকেই বীমা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল বিএসসি। দীর্ঘ আলোচনার পর চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থ প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
প্রাথমিকভাবে জাহাজটি সাধারণ বীমা করপোরেশনের মাধ্যমে বীমা করা হয়েছিল। পরে লয়েডস অব লন্ডন প্লেয়ার বেইজলি ও ব্রোকার টাইসারের মাধ্যমে পুনঃবীমা করা হয়েছিল।
ওই সময়ে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বেলাল হোসেন রয়টার্সকে জানিয়েছিলেন, পুনঃবীমাকারী প্রতিষ্ঠান টাইসারের সঙ্গে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যেই বীমা দাবি নিষ্পত্তি করা হবে।
এই বিষয়ে বিএসসি’র এক কর্মকর্তা জানান, ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পুনঃবীমাকারী বেইজলির মাধ্যমে দেওয়া হবে, যা বীমা দাবির ৯৭.৫০ শতাংশ। বাকি অর্থ দেবে সাধারণ বীমা।
জাহাজটির বীমা দাবির মধ্যে ১ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার ইতোমধ্যে পাওয়া গেছে। বাকি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার চলতি মাসের মধ্যেই পাওয়া যেতে পারে বলে ওই কর্মকর্তা জানান।
শেয়ার বিজনেস24.কম