ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশৃঙ্খলা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিশৃঙ্খলা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে, যেহেতু নির্বাচনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রধান উপদেষ্টার মাধ্যমেই আসবে।

বৈঠকে বিএনপির কোন নেতারা অংশ নেবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে, দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি তারা সমর্থন করে না। বিএনপির দাবি, গণঅভ্যুত্থানের ছয় মাস পর এ ধরনের ঘটনাগুলো পরিকল্পিত এবং নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র হতে পারে।

বিএনপি নেতারা মনে করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশ আরও গভীর অস্থিরতায় পড়বে বলে তাদের আশঙ্কা। শুক্রবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিষয়গুলো নিয়ে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি।

শেয়ার বিজনেস24.কম