ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে: কাদের

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে: কাদের

কঠিন সময় পাড়ি দেওয়ার সাহস শেখ হাসিনার আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, `কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে।`

স্মার্ট বাংলাদেশের কথা মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, `আমাদের ২০৪০ সাল মাথায় রাখতে হবে। সেটার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বিগত সময়ের ইশতেহার মূল্যায়ন করে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে।`

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র আবার ধ্বংস হয়ে যাবে জানিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, `দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।`

আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, `আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। বিএনপি মানেই সন্ত্রাস। তাদের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। তারা নিজেদের পকেটকে উন্নয়ন করেছে।`

সময়মতো জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, `কে নির্বাচনে এলো, কে এলো না সেটা বড় কথা নয়। নির্বাচন সময় মতো সংবিধান অনুযায়ীই হবে।`

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ও ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ, ড. সাত্তার মন্ডল, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, শ ম রেজাউল করিম প্রমুখ।

শেয়ার বিজনেস24.কম