ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গাজীপুর উত্তপ্ত : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ আজ

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুর উত্তপ্ত : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ আজ

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ (শনিবার) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় গাজীপুরে অনুষ্ঠিতব্য এ সমাবেশে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে সংগঠনটি জানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার ভোরে তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, "গাজীপুরের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।"

গাজীপুরের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির কড়া বার্তা

এদিকে জাতীয় নাগরিক কমিটিও আজ সকাল সাড়ে ১০টায় গাজীপুর ডিসি অফিস চত্বরে পৃথক বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। কমিটি এক বিবৃতিতে বলেছে, "শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবিতে আমরা রাস্তায় নামছি।"

এর আগে শুক্রবার রাতে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতার ওপর স্থানীয় যুবকদের হামলায় অন্তত ১৬ জন আহত হন। এ ঘটনার পর গাজীপুরে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার বিজনেস24.কম