ঢাকা   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গবিন্দপুরের আলহাজ আতিকুর রহমান আর নেই

গ্রামবাংলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২০

গবিন্দপুরের আলহাজ আতিকুর রহমান আর নেই

যাত্রাবাড়ীর উত্তর গবিন্দপুরের বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং সাপ্তাহিক শিকড় সন্ধানের উপদেষ্টা সম্পাদক আলহাজ আতিকুর রহমান চঞ্চল আজ ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

আতিকুর রহমান চঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের লাশ জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।

তিনি শিকড় সন্ধান-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাসুম আহম্মেদের মামাতো ভাই ছিলেন।