ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:২৪, ২৬ মে ২০২৩

করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ মে) তার করোনা রিপোর্ট নেগেটিভ আসলে চিকিৎসকদের পরামর্শ সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেন।

শুক্রবার (২৬ মে) বিকেলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, `বিএনপি মহাসচিব চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি বাসায় আছেন।`

এর আগে, গত ২৪ মে বিএনপি মহাসচিবের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। অবশ্য তার স্ত্রীর পরীক্ষা করা হলে রিপোর্ট করোনা নেগেটিভ আসে। প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারিতে বিএনপি মহাসচিব সস্ত্রীক করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এবার নিয়ে বিএনপি মহাসচিবের তিন দফা করোনায় আক্রান্ত হলেন। শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব করোনা ভাইরাস প্রতিরোধে চার ডোজ ভ্যাকসিন দিয়েছেন।

শেয়ার বিজনেস24.কম