facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৩ নভেম্বর রবিবার, ২০২৪

Walton

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু


২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার, ০২:০৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রী পরিবহনের জন্য ঢাকার কাউন্টারগুলো থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।

সেপ্টেম্বরের ৫ থেকে ১১ তারিখের টিকেটের জন্য গাবতলী, শ্যামলী ও কল্যাণপুর বিভিন্ন পরিবহনের কাউন্টারে মঙ্গলবার ভোর থেকে জমছে মানুষের ভিড়।

কাউন্টার ঘুরে ১০ তারিখ পর্যন্ত তিন দিনের টিকিটের চাহিদা বেশি দেখা যায়, যার মধ্যে ৮ সেপ্টেম্বর রাতের সব টিকেট ভোর বেলায়ই বিক্রি হয়ে গেছে।

সোমবার রাত থেকে টিকেট নিতে আসা অনেকেই বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন।

গাবতলীর মাজার রোডে শ্যামলী পরিবহনের কাউন্টারে সকাল ৮টায় টিকেটপ্রত্যাশীদের ব্যাপক ভিড় দেখা যায়।

মঙ্গলবার ভোর ৬টায় কাউন্টারের সামনে দাঁড়িয়ে থেকে দুঘণ্টায়ও টিকেট পাননি নাভানা সিএনজির কর্মী মশিউর রহমান।

তিনি বললেন, “গাইবান্ধা যাব, ৯ তারিখের টিকেটের জন্য এসেছি। কিন্তু যে ভিড় টিকেট পাব কি না জানি না।”

মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এসেছেন ভোর ৫টায়; টিকেট পাননি তিনিও।

“আমি রংপুর যাব। কিন্তু ৮, ৯ ও ১০ তারিখের রাতের টিকেট নাই বলছে। দেখা যাক কি হয়।”

গাইবান্ধা যাওয়ার জন্য টিকেট পেয়েছেন এলিট পেইন্টের কর্মকর্তা আনোয়ারুল হক। তিনি বললেন, “৮ তারিখ ফ্যামিলিকে পাঠিয়ে দেব। আমি যাব ১০ তারিখে। দুই দিনের টিকেটই পেয়েছি। কিন্তু রাতের টিকেট পাইনি, সকালেরটা দিয়েছে।”

প্রত্যাশিত টিকেট পেয়ে স্বস্তির কথা জানালেন রংপুরের যাত্রী মাহবুব আলম: “৮ তারিখ সকালের টিকেট চেয়েছিলাম, পেয়েছি। সামনের সিটের টিকেট পাইনি, তাতেও সমস্যা নেই। বাড়িতে তো যেতে পারব।”

৮ তারিখের টিকিটের চাহিদা বেশি থাকায় ওইদিনের টিকেট আগেই শেষ হয়ে গেছে বলে জানালেন শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক জিএম পারভেজ মাহমুদ।

তিনি বলেন, “আমরা টিকেট বিক্রি শুরু করেছি ভোর সাড়ে ৬টায়। প্রথম দুই ঘণ্টায়ই ৮ তারিখের রাতের বেশিরভাগ টিকেট বিক্রি হয়ে গেছে। তবে অন্যান্য দিনের টিকেট এখনো আছে।”

কল্যাণপুরের এসব পরিবহনের কোনোটির কাউন্টার থেকেই প্রত্যাশিত টিকেট পাননি বলে জানালেন সাভারের গেণ্ডা এলাকার ব্যবসায়ী মো. রাজন করিম।

তিনি বলেন, “১০ তারিখে কুষ্টিয়া যাওয়ার জন্য টিকেট চেয়েছিলাম। কিন্তু এখান থেকে বলছে টিকেট নাই। আজ মাত্র বিক্রি শুরু করল। আজই টিকেট শেষ হয় কী ভাবে?”

তবে এসবি পরিবহনের বিক্রয়কর্মী তানিম আহমেদ জানালেন, ননএসি গাড়ির পর্যাপ্ত টিকেট আছে।

“কিন্তু এসি গাড়ির টিকিটের জন্য লোকজন গতকাল রাত থেকে এখানে অপেক্ষা করছে। তারা টিকেট পেয়েছে।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: