ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

উজ্জ্বলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা পাবেন সহজশর্তে ঋণ

উজ্জ্বলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা পাবেন সহজশর্তে ঋণ

উজ্জ্বলা ও মাইডাস ফিন্যান্স লিমিটেড (এমএফএল) একটি বিশেষ চুক্তি দ্বারা সম্প্রতি আবদ্ধ হয়েছে। যার ফলে উজ্জ্বলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মাইডাস ফিন্যান্স লিমিটেড থেকে সহজশর্তে পাবেন নানা মেয়াদি ব্যবসায়িক ঋণ।

উজ্জ্বলার সহকারি প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আফরোজা পারভীন বলেছেন বিউটিও গ্রুমিং শিল্পে নারী উদ্যোক্তাদের নির্বিঘ্নে সফলভাবে পথচলায় উজ্জ্বলার এই উদ্যোগটি সুদূরপ্রসারী।

সারাদেশজুড়ে যেসকল নারী উদ্যোক্তারা এই শিল্পে নিজেদের গড়ে তুলতে চায় উজ্জ্বলা সর্বদাই তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন উজ্জ্বলা লার্নিং সেন্টার, বাসা ৬২, সড়ক ৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা। ফোন–০১৯৫৩৩০০৪৫৬।