ঢাকা   শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

শেয়ারবাজার সবুজ রাখার নেতৃত্বে ৫ কোম্পানি

শেয়ারবাজার সবুজ রাখার নেতৃত্বে ৫ কোম্পানি

আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে। দিনের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে ৫টি শীর্ষ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।

সূচক উত্থানে নেতৃত্ব দেওয়া কোম্পানিগুলো হলো—
পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং বিএসআরএম লিমিটেড। এই পাঁচ কোম্পানি মিলিয়ে এদিন ডিএসইর সূচকে প্রায় ৮ পয়েন্ট যোগ হয়েছে।

পূবালী ব্যাংকের শীর্ষ অবদান

সূচকে সর্বাধিক অবদান রেখেছে পূবালী ব্যাংক পিএলসি। এদিন ব্যাংকটি ডিএসই সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করে।
লেনদেন শেষে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩৫ টাকা ৫০ পয়সা থেকে ৩৬ টাকা ৭০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। দিনশেষে পূবালী ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা।

 প্রাইম ব্যাংকের ইতিবাচক ভূমিকা

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটি এদিন ডিএসই সূচকে ১ পয়েন্টের বেশি যোগ করে।
লেনদেন শেষে প্রাইম ব্যাংকের শেয়ার দর ৬০ পয়সা বা ১ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৩০ টাকা ৪০ পয়সা থেকে ৩১ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার টাকা।

 ওয়ালটন হাইটেকের সূচক সহায়তা

সূচকে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি এদিন ডিএসই সূচকে ১ পয়েন্টের বেশি যোগ করেছে।
এদিন ওয়ালটনের শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ০ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৪০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩৭৮ টাকা থেকে ৩৮১ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ওয়ালটনের শেয়ার লেনদেন হয়েছে ৭৯ লাখ ৭৩ হাজার টাকা।

 অন্যান্য কোম্পানির অবদান

এছাড়া সূচক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—

লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রায় ১ পয়েন্ট,

এবং বিএসআরএম লিমিটেড, প্রায় ১ পয়েন্ট সূচকে যোগ করেছে।


বাজার বিশ্লেষকদের মতে, নির্বাচিত বড় মূলধনী ও ব্যাংক খাতভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে ক্রয়চাপ বাড়ায় সূচক ইতিবাচক থাকে। এসব কোম্পানির ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকলে আগামী দিনগুলোতেও বাজারে স্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন তারা।